sliderস্থানীয়

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদাত বার্ষিকীতে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা

মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং বই প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এবং জিয়া স্মৃতি পাঠাগারের ব্যবস্থাপনায় বৃহসাপতিবার দুপুরে দলটির নিজস্ব কার্যালয়ে পাঁচ শতাধিত দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। দলীয় কার্যালয়ের সামনে স্টলের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে লেখা শতাধিক বই এবং ম্যাগাজিন দর্শনার্থীদের প্রদর্শনের জন্যে উন্মুক্ত রাখা হয়। বিকেলে দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর করিম এর সভাপতিত্বে আলোজনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারন সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মির্জা ফয়সল আমিন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহ সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, আল মামুন আলম, যুগ্ম সম্পদক পয়গাম আলী, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, সদর থানা বিএনপি’র সভপতি আব্দুল হামিদ, সাধারন সম্পদক মাহাবুব হোসেন তুহিন, জিয়া স¥ৃতি পাঠাগারের সভাপতি মোসতাক হোসেন ও সাধারণ সম্পদক সিরাজুস সালেকিন। সভায় বিএনপির অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button