sliderরাজনীতিশিরোনাম

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুষ্পস্তবক অর্পণ

স্বাধীনতার ৫১ বছর পর শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রনয়ণ ও তাদেরকে যথাযথ মর্যাদা দিতে না পারা চরম জাতীয় বার্থতা।
দেশকে আজ শহীদ বুদ্ধিজীবীদের সাম্যভিত্তিক গণতান্ত্রিক দেশের স্বপ্নের বিপরীত ধারায় নিয়ে যাওয়া হয়েছে। 
শহীদ বুদ্ধিজীবী দিবসে আজ সকালে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মীরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ করেন পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, আনছার আলী দুলাল, কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুজ্জামান ফিরোজ, পার্টির ঢাকা মহানগর এর সদস্য মীর রেজাউল আলম, প্রদীপ রায়, মারুফ শাহরিয়ার প্রমুখ 
পুষ্পস্তবক অর্পণ করার পর স্মৃতিসৌধে উপস্থিত পার্টির নেতা কর্মী ও গণমাধ্যমে দেয়া বক্তব্যে বলেন, স্বাধীনতার ৫১ বছর পরও শহীদ বুদ্ধিজীবীদের তালিকা পূর্ণাংগ তালিকা প্রনয়ণ করা হয়নি। এটা চরম জাতীয় বার্থতা। বলেন, শহীদ বুদ্ধিজীবীরা সাম্যভিত্তিক যে গণতান্ত্রিক মানবিক সমাজের জন্য জীবন দিয়েছেন আজও তা প্রতিষ্ঠিত হয়নি, বরং বাংলাদেশে আজ মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে দাঁড়িয়ে এক অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী দেশে পর্যবসিত হয়েছে।
তিনি শহীদদের স্বপ্ন বাস্তবায়নে মুক্তিযুদ্ধের দিশায় আর একটি গণজাগরণের আহবান জানান।

Related Articles

Leave a Reply

Back to top button