sliderজাতীয়শিরোনাম

শহীদ পরিবারের সাথে মতবিনিময়কে রাজনৈতিক সভা বলে আমাদের বিব্রত করা হচ্ছে : সারজিস আলম

শরীয়তপুর প্রতিনিধি: বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের জেলায় জেলায় শহীদ ও আহতদের পরিবারের সাথে মতবিনিময় সভাকে রাজনৈতিক বা সাংগঠনিক সভা হিসেবে প্রচার করে আমাদেরকে বিব্রত করা হচ্ছে। আমরা নৈতিক দায়বদ্ধতা থেকে আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি মাত্র।’

বুধবার দুপুরে শরীয়তপুরে জেলা শহরের চিকন্দি ফুড পার্কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শরীয়তপুরের নিহত ও আহতদের পরিবারের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘আমরা কেন্দ্রীয়ভাবে আট ভাগে বিভক্ত হয়ে প্রতিটি জেলা সফর করছি। আমরা সঙ্কটাপন্ন পরিবারগুলোর পাশে দাঁড়াতে চেয়েছি। এর বাইরে কিছুই নয়। মূলত আমাদের দায়বদ্ধতা থেকে ওই সকল সঙ্কটাপন্ন পরিবারের খোঁজ-খবর নিয়ে জেলা প্রশাসন ও সরকারকে অনুরোধ করি।’

তিনি আরো বলেন, ‘আপনারা আমাদের পাশে থাকলে সাধ্যমতো দেশের সার্বিক বৈষম্য নিরসনে আপ্রাণ চেষ্টা করে যাব। আর আমরা সকলে মিলে মিশে যদি বৈষম্যবিরোধী আন্দোলনের মতো কাজ করে যাই, তাহলে নিশ্চয়ই আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন সমতার।’

এর আগে, বেলা ১১টায় জেলা ও উপজেলা পর্যায়ের সমন্বয়কদের সাথে বৈঠক করেন কেন্দ্রীয় সমন্বয়করা। দুপুরে জেলার রাজনৈতিক নেতাদের সভা শেষে বিকেল ৪টায় শরীয়তপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয় মাঠে সুধী সমাবেশের মধ্যদিয়ে শরীয়তপুর সফর শেষ করবেন বলে জানিয়েছেন সমন্বয়করা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button