sliderজাতীয়শিরোনাম

শহীদ নাফিজকে বহনকারী রিকশাটি জুলাই বিপ্লব স্মৃতি জাদুঘরে সংরক্ষণ করা হবে

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদ গোলাম নাফিজকে বহনকারী রিকশাটি জুলাই বিপ্লব স্মৃতি জাদুঘরে সংরক্ষণ করা হবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো: নাহিদ ইসলাম বৃহস্পতিবার (৭ নভেম্বর) গণভবন পরিদর্শন শেষে এ ঘোষণা দেন।

পরিদর্শনকালে উপদেষ্টা নাহিদ ঘটনার দিন গুলিবিদ্ধ নাফিজকে হাসপাতালে নিয়ে যাওয়ার সাহসিকতার জন্য রিকশাচালক নূর মোহাম্মদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংকটময় মুহূর্তে ভূমিকার জন্য নূর মোহাম্মদকে আর্থিক সহায়তার আশ্বাসও দেন তিনি।

গত ৫ নভেম্বর একটি পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, রিকশাটি যেখানে রাখা হয়েছিল, সেটি মালিক বিক্রি করে দিয়েছেন। প্রতিবেদনটি পড়ে উপদেষ্টা নাহিদ ইসলাম দ্রুত রিকশা ও এর মালিককে খুঁজে বের করার জন্য তার অফিসকে নির্দেশ দেন।

নূর মোহাম্মদের সাথে যোগাযোগ করে জানা যায়, লন্ডনে বসবাসরত বাংলাদেশী আহসানুল কবির সিদ্দিকী কায়সারের কাছে ৩৫ হাজার টাকায় রিকশাটি বিক্রি করেছেন তিনি। কায়সার রিকশার গুরুত্ব সম্পর্কে অবহিত হলে এটি জাদুঘরে দান করার ইচ্ছা প্রকাশ করেন।

এরপর বৃহস্পতিবার জাদুঘর কমিটির যুগ্ম আহ্বায়ক ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের কাছে আনুষ্ঠানিকভাবে রিকশাটি হস্তান্তর করা হয়।

২০২৪ সালের ৪ আগস্ট ঢাকার ফার্মগেটে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের সময় নির্মমভাবে গুলি করে হত্যা করা হয় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী গোলাম নাফিজকে। নাফিজকে গুলি করার পর পুলিশ তাকে জীবিত অবস্থায় পা ঝুলন্ত করে একটি রিকশার তুলে রাখে। যেখানে সে তখনো হাত দিয়ে রিকশার রড ধরে ছিল। রিকশাচালক নুর মোহাম্মদ নাফিজকে হাসপাতালে নিয়ে যান। তবে পরে আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়।

সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Back to top button