sliderস্থানীয়

শহীদ দিবসে বেউথা কালীগঙ্গা সেতুতে আল্পনা অঙ্কন

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : “সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহার করি,বহুত্ববাদী সমাজ গড়ি” এই স্লোগানকে ধারণ করে মানিকগঞ্জে একুশে আল্পনা অঙ্কন উদযাপন পরিষদের প্লাটফর্মে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন দিশারি, সেভ দা ন্যাচার,ইয়ুথ গ্রীণ ক্লাব, আলোর পথ, বারসিক ও ক্লীন মানিকগঞ্জ এর যৌথ আয়োজন আজ মানিকগঞ্জ বেউথা কালিগঙ্গা সেতুতে বিকেল ৫.০০ ঘটিকা থেকে সন্ধা ৭.০০ ঘটিকা পর্যন্ত ভাষা শহীদের রক্তের রংতুলিতে অঙ্কিত রাজপথে চেতনার মশাল উজ্জীবিত করতে একুশের আল্পনা অঙ্কন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আল্পনা উদ্ভোদনী অনুষ্ঠানে বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায় এর সভাপতিত্বে ও উন্নয়নকর্মী মো.নজরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং উদ্ভোদন করেন মানিকগঞ্জ পৌরসভার বারবার নির্বাচিত মেয়র আলহাজ্ব মো. রমজান আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিশারি উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর ডাঃ জেসমিন আক্তার, কাউন্সিলর জনাব আবু মো. নাহিদ, সাংবাদিক মো. আকরাম হোসেন,অধ্যাপক মনোয়ার হোসেন, সেভ দা ন্যাচার সমন্বয়কারী এ্যাডভোকেট এমদাদুল হক,বৈশাখী সাংস্কৃতিক পরিষদের কমরেড আব্দুল মান্নান, দিশারি সাধারণ সম্পাদক হাসনাত হোসেন,ইয়ুথ গ্রীন ক্লাবের সভাপতি মিজানুর রহমান হৃদয়, আলোর পথের সমন্বয়কারি মাইকেল আকাশ প্রমুখ।

বক্তারা বলেন একুশ আমাদের অহংকার একুশের শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি পেয়েছি। সর্বস্তরে আমাদের বাংলা ভাষা ব্যাবহার করতে হবে,বহুত্ববাদী সাংস্কৃতিক সমাজ বিনির্মানের সংগ্রাম জোরদার করতে হবে।

Related Articles

Leave a Reply

Back to top button