sliderস্থানীয়

শহীদদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মানিকগঞ্জ ল’ইয়ার্সের দোয়ার মাহফিল

মোমিনুর রহমান,মানিকগঞ্জ : চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতার কামনায় বাংলাদেশ ল’ইয়ার্সের মানিকগঞ্জ জেলা শাখার দোয়ার মাহফিল পালিত হয়েছে। অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মানিকগঞ্জ জজ কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার হোসেনের সভাপতিত্বে মানিকগঞ্জ ১নং বার কাউন্সিলে অডিটর রুমে বিকেল ৩ ঘটিকায় দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ল’ইয়ার্সের মানিকগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা দেলোয়ার হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,বাংলাদেশে চলমান আন্দোলনে যে সমস্ত ছাত্র এবং সাধারণ মানুষ নিত হয়েছেন তাদের রুহের মাগফেরাত, শহীদি মর্যাদা ও আহতদের আরোগ্য লাভের জন্য দোয়া করেন। তিনি আরো বলেন আওয়ামিলীগ সরকার যেভাবে পাখির মত ছাত্রদের এবং সাধারণ মানুষদের হত্যা করেছেন তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তিনি বলেন ভারতের সহযোগিতায় এবং দেশের তার দলীয় ক্যাডারদের সাথে যোগাযোগ করে তিনি আবার বাংলাদেশকে মৃত্যুপুরিতে পরিনত করতে চাচ্ছেন। আন্দোলনকে বেগবান করার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি শহীদদের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন এবং পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহু্ তায়ালার নিকট তাঁদের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন।

এছাড়াও যারা উপস্থিত ছিলেন বাংলাদেশ ল’ইয়ার্সের মানিকগঞ্জ জেলার অন্যতম উপদেষ্টা হযরত মাওলানা হাফেজ কামরুল ইসলাম, সাবেক মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড.জামিলুর রশিদ,মানিকগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড.মেছবাহ উদ্দিন,মানিকগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি বর্তমান সভাপতি এড.জসিম উদ্দীন আহম্মেদ,মানিকগঞ্জ জজ কোর্টের আইনজীবী এড. কাজী সালাহ উদ্দিন,এড.শাহজাহান পারভেজ, এড.শফিকুল ইসলাম (জশিম)এড.জামাল উদ্দিন,এড.এস এম ফেরদৌস প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button