সচিবালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম – ছবি : সংগৃহীত
স্বাস্থ্য মন্ত্রণালয় শহীদদের তালিকা চূড়ান্ত করতে না পারায় আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া স্মরণসভা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। আগামী রোববারের মধ্যে চূড়ান্ত তালিকা পাওয়ার আশাবাদ জানান তিনি।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান তথ্য উপদেষ্টা।
স্মরণসভার নতুন সময়সূচি পরে জানানো হবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে ৭২৮ জন শহীদের তালিকা এসেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এগুলো ভ্যারিফাই করে তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। আহতের সংখ্যা ২০ হাজার ২৬৩ জন। জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে যেন প্রত্যেক জেলাভিত্তিক একটা তালিকা করে তারা পাঠায়।’
স্মরণসভার বাজেট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি তৈরি হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, ‘পাঁচ কোটি টাকাই খরচ হবে এমন নয়, এর মধ্যে রাখতে বলা হয়েছে। অর্থ ব্যয় হবে শহীদ পরিবারের সদস্যদের ঢাকায় এনে এক রাত রাখা ও তাদের আপ্যায়নের জন্য। এখানে কোনো সাজসজ্জা বা বাড়তি খরচের ব্যাপার নেই। তাদের থেকে শহীদদের সম্পর্কে আরো তথ্য নেয়া হবে।’
সূত্র : বিবিসি