sliderস্থানীয়

শহিদুল ইসলামের দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার করায় সালথায় আনন্দ মিছিল

বিধান মন্ডল, ফরিদপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদি কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার করায় ফরিদপুরের সালথায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) বিকালে সালথা সদর বাজারে এ আনন্দ মিছিল বের করে বাবুলের সমর্থক বিএনপির একাংশ । মিছিল শেষে বাইপাস সড়কে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সহ-সভাপতি ফরিদুর রহমান ফরিদের সভাপতিত্বে ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য জামাল হোসেন মোল্লার সঞ্চালনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র নেতা হাফিজুর রহমান মুন্নু মিয়া, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হুসাইন, সাংগঠনিক সম্পাদক ফারুক মাতুব্বর, উপজেলা যুবদল নেতা ইমরান নাজির, জহুরুল ইসলাম মিলন, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, আবুল বাসার সাদ্দাম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল রানা, উপজলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাসনাত রাব্বি, যুগ্ম আহবায়ক তানবীর আহমেদ ইফতি, সদস্য মাহমুদুর রহমান সজীব, ছাত্রনেতা মশিউর রহমান, মাহিম প্রমুখ।

উল্লেখ্য, গত ২১ আগস্ট ফরিদপুর জেলাধীন নগরকান্দা উপজেলায় সংঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিএনপির সাংগঠণিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম ও শহীদুল ইসলাম বাবুলের প্রাথমিক পদসহ বিএনপির সব পর্যায়ের পদ স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি।

রোববার (১০ নভেম্বার) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাদের দুজনের দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার করেন।

Related Articles

Leave a Reply

Back to top button