sliderশিরোনামশীর্ষ সংবাদ

শফিক রেহমান ৫ দিনের রিমান্ডে

প্রবীন সাংবাদিক শফিক রেহমানের পাঁচ দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছে আদালত। পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ডের আবেদন করা হলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় তার রিমান্ড আবেদন করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার এর আগে জানিয়েছিলেন।
শনিবার সকালে রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে শফিক রেহমানকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির উপকমিশনার মো. মাশরুকুর রহমান খালেদ জানান, ২০১৫ সালের আগস্ট মাসে রাজধানীর পল্টন থানায় করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা পরিকল্পনা মামলার তদন্ত করছে ডিবি। এতে শফিক রেহমানের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার জানান, রাষ্ট্রদ্রোহ মামলায় শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়েছে। বেলা পৌনে ১২টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত ব্রিফিংয়ে মারুফ হোসেন জানান, অপরাধমূলক ষড়যন্ত্র মামলায় শফিক রেহমান গ্রেপ্তার হয়েছেন। তিনি আরও বলেন, ২০১৫ সালের ৩ আগস্ট পল্টন থানায় সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনা মামলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক সাক্ষ্যগ্রহণের একপর্যায়ে এ ঘটনায় শফিক রেহমানের সম্পৃক্ততা পেয়েছেন। তাই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ৮২ বছর বয়সের সাংবাদিক শফিক রেহমান সাপ্তাহিক যায়যায়দিন পত্রিকার মাধ্যমে এ দেশে সাংবাদিকতার জগতে খ্যাতির শীর্ষে আসেন।
তিনি দৈনিক ইত্তেফাক ও বিবিসিতে কাজ করেছেন। এরশাদের স্বৈরশাসনামলে সাপ্তাহিক যায় যায় দিনের কারনে তাকে নির্বাসনে থাকতে হয়। পরবর্তীতে তিনি যায়যায়দিনকে দৈনিকে রুপান্তর করেন। ফখরুদ্দিন আহমদের জরুরি সরকারের সময় দৈনিক যায় যায় দিন হাতছাড়া হয়ে যায়। এরপর থেকে তিনি দৈনিক নয়া দিগন্তে নিয়মিত কলাম লিখছিলেন। এছাড়া বাংলাভিশনে লালগোলাপ নামে নিয়মিত তার আর্টশো প্রচারিত হচ্ছিলো।
দার্শনিক অধ্যাপক সাইদুর রহমানের পুত্র শফিক রেহমান একজন চার্টাড একাউন্টটেন্ট। তিনি লন্ডনে প্রথম বহুভাষা ভিত্তিক রেডিও স্পেকট্রাম চালু করেছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি লন্ডনে জনমত গঠনে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করেন। সুত্র: নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Back to top button