পতাকা ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে যখন সারাদেশ উত্তাল, তখন তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন নানা শ্রেণি-পেশার মানুষ। এ আন্দোলনে আহত-নিহতের প্রতিবাদ এবং বিচারের দাবিতে শিক্ষার্থীদের পক্ষে এবার মাঠে নামার ঘোষণা দিলেন সংগীতশিল্পীরা।
শুক্রবার (২ আগস্ট) রাতে ওয়ারফেজ, শিরোনামহীন, চিরকুট, মাইলস, জলের গানসহ বেশকিছু ব্যান্ডের পেজে এমন ঘোষণা দেওয়া হয়েছে। এই কার্যক্রমের নাম দেওয়া হয়েছে ‘গেট আপ, স্ট্যান্ড আপ’। অনেক শিল্পীরাও এটি তাদের টাইমলাইনে শেয়ার করেছেন।
পোস্টে ঘোষণা করা হয়েছে, শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা জানিয়ে আগামীকাল শনিবার (৩ আগস্ট) মিলিত হবেন তারা।
এদিন বিকাল ৩টায় রাজধানীর ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরে শিক্ষার্থীদের সঙ্গে গানে গানে সংহতি প্রকাশ করবেন শিল্পীরা।
‘গেট আপ, স্ট্যান্ড আপ’ নামক আয়োজনে যারা ঢাকার বাইরে আছেন তারাও যেন নিজ নিজ জেলার উপযুক্ত স্থানে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করেন, এমন অনুরোধ জানানো হয়েছে।