মহান স্বাধীনতা সংগ্রামের নবম সেক্টরের সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল এর ২৭তম মৃত্যুবার্ষিকী আগামীকাল শনিবার।
এ উপলক্ষে মেজর এম এ জলিল স্মৃতি পরিষদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মরহুমের রুহের মাগফেরাত কামনা করে সকাল ৯টায় মিরপুরে মুক্তিযোদ্ধা কবর স্থানে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও বরিশাল শহর এবং মরহুমের জন্মস্থান উজিরপুরে অবস্থিত মেজর এমএ জলিল নূরানী মাদরাসায় দিনব্যাপী কোরআন খতম, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
মেজর জলিল স্মৃতি পরিষদের পক্ষে মেজর জলিলের কন্যা ব্যারিস্টার সারাহ জলিল এ তথ্য জানিয়েছেন।