sliderশিরোনামসুস্থ থাকুন

শনাক্তের হার ২৯.৭৭ নতুন শনাক্ত ১৩৫০১, আরও ৩১ জনের মৃত্যু

করোনার শনাক্তের সঙ্গে ফের লাফিয়ে বাড়ছে মৃত্যু। এক সপ্তাহে রোগী বেড়েছে ৪৯ শতাংশ এবং মৃত্যু বৃদ্ধি পেয়েছে ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৩৯৪ জনে। নতুন শনাক্তের ৫৪ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। নতুন করে শনাক্ত হয়েছেন ১৩,৫০১ জন। আগের দিন এই সংখ্যা ছিল ১২,১৮৩ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৯ দশমিক ৭৭ শতাংশ।
আগের দিন এই সংখ্যা ছিল ২৮ দশমিক ৩৩ শতাংশ। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৭ লাখ ৯৮ হাজার ৮৩৩ জন। গত ২৪ ঘণ্টায় ২৫৬৮ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৬৮ হাজার ২১৩ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৬৫টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ২৮৪ টি নমুনা সংগ্রহ এবং ৪৫ হাজার ৩৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ২৪ লাখ ৭৮ হাজার ৬৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৯ দশমিক ৭৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ১৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৮ শতাংশ।

Related Articles

Leave a Reply

Back to top button