sliderস্থানীয়

শতকোটি টাকার চৌহালী বাঁধে ভাঙ্গন

সংবাদদাতা, চৌহালী (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের চৌহালীতে ১০৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন বাঁধে ফের ধস নেমেছে। আজ সোমবার সকালে আকস্মিক ধসে ৭৫ মিটার এলাকা বিলীন হয়ে গেছে। ধসের কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নির্মানাধীন বাঁধে বার বার ধস নামায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
পাউবো ও স্থানীয় সূত্র জানায়, টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ২০১৫ সালের ২৪ নভেম্বর ১০৯ কোটি টাকা ব্যয়ে সাত কিলোমিটার চৌহালী শহর রক্ষা বাঁধ নামের প্রকল্পের কাজ শুরু করা হয়। প্রাথমিকভাবে মাটি ফেলে জিও টেক্স ও ব্লক দিয়ে তৈরী করা হয় বাঁধের অস্থায়ী অংশ। যার উপর পাথরের ড্রেসিং শেষে সিসি ব্লক বিছিনো হয়। বর্তমানে নির্মান কাজ শেষের দিকে চলমান রয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ করে আজিমুদ্দিন মোড়ের উত্তরে ধসে যাওয়া শুরু করে। মুহূর্তের মধ্যে ৭৫ মিটার এলাকা বিলীন হয়ে যায়। এ নিয়ে গত দু’মাসে প্রায় ৭ বার ধসের কবলে পড়লো নির্মানাধীন এ বাঁধ।
দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে আরো বিলীন হওয়ার আশঙ্কা করে উপজেলা আওয়ামী লীগ নেতা নুর মোহাম্মদ চৌধুরী সঞ্জু জানায়, ‘নির্মাণ কাজ শেষ হবার আগেই বাঁধে বার বার ধস নামার পিছনে নির্মাণকাজে ক্রুটি ও অনিয়মই দায়ী। সরকার চৌহালী রক্ষায় কোটি কোটি টাকা বরাদ্দ দিচ্ছে কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়ম মেনে কাজ না করায় এ অবস্থার সৃষ্টি হচ্ছে। ভাঙন অব্যাহত থাকলে চৌহালীর অস্তিত্ব থাকবে না। ভাঙনরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া হোক।’
চৌহালী রক্ষা বাঁধের তদারকির দায়িত্বপ্রাপ্ত টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ জানান, যমুনা পানি বৃদ্ধি ও প্রবল স্রোতে স্কাউরিংয়ের ফলে আজিমুদ্দিন মোড়ে আঘাত হানায় বাঁধের তলদেশে গর্তের সৃষ্টি হয়ে এ ধস দেখা দিয়েছে। তবে আতঙ্কের কিছুই নেই ধসে যাওয়া ৭৫ মিটার এলাকায় সংস্কারের কাজ চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button