sliderঅপরাধশিরোনাম

লিফলেট বিলি করায় লাঞ্ছিত প্রকৌশলী ইনামুল হক

পতাকা ডেস্ক : লিফলেট বিতরণ করতে গিয়ে লাঞ্ছিত ও হামলার শিকার হয়েছেন প্রবীণ প্রকৌশলী ম ইনামুল হক। তাকে অকথ্য ভাষায় গালাগালও করা হয়। গত শনিবার বিকেল ৫টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ ঘটনা ঘটে। ইনামুল হককে লাঞ্ছিত করার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, হঠাৎ এক ব্যক্তি তাকে আঘাত করে। মারধরের পর ওই ব্যক্তি বলছিলেন, ‘দেশ ধ্বংস করছে মানে। দেশ কই ধ্বংস হইছে? হ্যাঁ।’
ইনামুল হক সর্বজন বিপ্লবী দলের আহ্বায়ক। নিজ দলের পক্ষে পথচারী ও সাধারণ মানুষের কাছে প্রচারপত্র বিতরণ করতে গত শনিবার বিকেলে শাহবাগে যান তিনি। সেখানে জাতীয় জাদুঘরের সামনে একটি ব্যানার টানিয়ে ২৭ ডিসেম্বর অর্ধদিবস হরতাল পালনের আহ্বান জানিয়ে লিফলেট বিলি করছিলেন ইনামুল হকসহ সর্বজন বিপ্লবী দলের আরো তিনজন নেতাকর্মী।
ইনামুল হক নদী গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক। এ ছাড়া হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদফতর এবং পানিসম্পদ পরিকল্পনা সংস্থায় মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন তিনি।
শনিবারের ঘটনার বর্ণনা দিয়ে ইনামুল হক জানান, গত শনিবার বিকেল ৪টা থেকে শাহবাগে লিফলেট বিলি করছিলেন। এ সময় সাত-আটজন লোক এসে তাকে জিজ্ঞেস করেন, ‘কত টাকায় আপনারা এসব করছেন?’ এ ধরনের কিছু কথাবার্তা বলে ওই লোকগুলো চলে যান। এরপর একজন সাংবাদিক মুঠোফোনে তার ভিডিও সাক্ষাৎকার নিচ্ছিলেন। এ সময় ওই লোকগুলো তার পাশে এসে দাঁড়ান। তাদের মধ্য থেকে একজন হঠাৎ তাকে আঘাত করেন। পরে ইনামুল হক ওই লোকগুলোকে জিজ্ঞেস করলে তারা মেহেরপুর থেকে আসার কথা বলেছিলেন। তার ধারণা, লোকগুলো আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে এসেছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button