sliderস্থানীয়

লালমোহন বদরপুরে বেকার জেলেদের মাঝে পূর্নবাসনের চাল বিতরণ

আবদুস সাত্তার, লালমোহনঃ ভোলার লালমোহন বদরপুর ইউনিয়নে প্রায় সাড়ে ৩ হাজার জেলের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সকাল থেকে এ চাল বিতরণ শুরু হয়। উপজেলার তেতুঁলিয়া নদী সংলগ্ন বদরপুর ইউনিয়ন পরিষদে এ চাল বিতরণের সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাদউল্যাহ বলেন, মৎস্য আহরণের উপর ৪ মাস নিষেধাজ্ঞা থাকায় বেকার জেলেদের জন্য সরকার প্রতিমাসে ৪০ কেজি করে ভিজিএফ চাল বরাদ্ধ দেয়। চাল বরাদ্ধ পাওয়ার পর সঠিক জেলেদের যাচাই বাছাই করে তালিকা তৈরীতে কিছুটা বিলম্ব হয়েছে। তবুও সরকারের দেয়া চাল আমরা জেলেদের মাঝে সঠিক ভাবে বিরতণ করতে পেরেছি।

তিনি আরো জানান, বদরপুর ইউনিয়নে প্রায় ৫ হাজার নিবন্ধিত জেলে রয়েছে। এর মধ্যে ১৬৯৫ জনের জন্য চাল বরাদ্ধ পাওয়া গেছে। এপ্রিল ও মে মাস মিলিয়ে সুবিধাভোগী জেলের সংখ্যা এখন ৩৩৯০ জন।

এদিকে অসময়ে চাল পেয়ে জেলে পরিবারের সদস্যরাও খুশি। অনেক জেলে জানান, ভরা মৌসুমেও নদীতে তেমন মাছ মিলছে না। এ কারনে অনেক জেলেরা ধার-দেনা করে তাদের সংসার চালায়।

Related Articles

Leave a Reply

Back to top button