sliderস্থানীয়

লালমোহনে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহনে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আজিজ’র সঙ্গে উপজেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার আর্থ-সামাজিক অবস্থা, রাজনৈতিক ও ধর্মীয় পরিবেশ, আইনশৃংখলা পরিস্থিতি, মাদক, বাল্যবিবাহ, খাল দখল ও শিক্ষাজ্ঞন সহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আজিজ গণমাধ্যমের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
মতবিনিময় সভায় প্রেসক্লাবের আহবায়ক মো.সোহেল আজীজ শাহীন, সাবেক সভাপতি মো.আবদুস সাত্তার, সহ-সভাপতি মো.মাহবুব আলম, সাবেক যুগ্ম সম্পাদক শাহীন আলম মাকসুদ, দপ্তর সম্পাদক মাওলানা আজিম উদ্দিন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ খাঁন আমজাদ, সাবেক সভাপতি মো. মাহমুদ লিটন, সাধারণ সম্পাদক জসিম জনিসহ উপজেলার ইলেকট্রিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button