লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহন উপজেলা দূর্যোগ ব্যবস্হাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ আগষ্ট) দুপুর ১২ টায় লালমোহন উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে, আরো বক্তব্য রাখেন, লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব, শফিকুল ইসলাম বাবুল, প্রেসক্লাব সভাপতি, সোহেল আজিজ শাহিন, থানা অফিসার ইনচার্জ এসএম মাহবুব আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৈয়বুর রহমান, উপজেলা প্রকৌশলী রাজিব সাহা সহ স্থানীয় বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী, সিপিপি টিম লিডার এবং সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ-সময় বক্তারা বলেন, সারা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করে, সকলে ঐক্যবদ্ধ হয়ে সকল দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়াবো এবং লালমোহননের কোথায় কোন লোকজন দূর্যোগে আটকে গেলে, তাদের খোঁজ খবর দেওয়া জন্য অনুরোধ করেন।