লালমোহন প্রতিনিধি; ভোলার লালমোহন উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক ৬ হাজার ৭শত কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ।
২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরআগে সার এবং বীজ বিতরণের উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রব মোল্লা, লালমোহন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো.আমজাদ হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এসব সার এবং বীজ দিয়ে ২ হাজার ২শত ১১ একর জমি আবাদ করা যাবে। কৃষকদের দেওয়া বীজের মধ্যে ছিল- হাইব্রিড উফসি ধান, গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, সয়াবিন, চিনাবাদাম এবং বিভিন্ন জাতের ডালের বীজ। এছাড়া সারের মধ্যে ছিল- ডিএপি এবং এমওপি।