sliderশিরোনামস্থানীয়

লালমনিরহাটে করোনায় বিচারকের মৃত্যু

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেলেন লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. ফেরদৌস আহমেদ।
বুধবার রাতে ঢাকার সম্মিলিতি সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
সুপ্রিম কোর্টে মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘রাত ৮টায় বিচারক ফেরদৌস আহমেদ মৃত্যুবরণ করেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিএমএইচে চিকিৎসা নিচ্ছিলেন। আইসিইউতে চিকিৎসাধীন বিচারক ফেরদৌস আহমেদকে প্লাজমাও দেওয়া হয়।’
দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর এই রোগে প্রথম কোনো বিচারকের মৃত্যু হলো।
সুপ্রিম কোর্ট প্রশাসনের মঙ্গলবারের দেওয়া তথ্য অনুযায়ী অধস্তন আদালতের ২৬ বিচারক ও ৯৭ কর্মচারী (সুপ্রিম কোর্টের ২৬ জন ও অধস্তন আদালতের ৭১ জন) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button