sliderস্থানীয়

লালপুর সাপের কামড়ে এক শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে সাপের কামড়ে আসমানী খাতুন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত একটার দিকে উপজেলার বাকনা গ্রামে এই দূর্ঘটনা ঘটে। নিহত আসমানি একই গ্রামের মোহাম্মদ আব্দুল্লার মেয়ে। সে মঞ্জিল পুকুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল।
লালপুর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ জানান, প্রতিদিনের মতই রাতের খাবার শেষে আসমানি বাবা মায়ের সাথে ঘুমিয়ে পড়ে। পরে ঘুমের মাঝেই তাকে বিষধর সাপে কামড়ালে সে চিৎকার করে উঠে। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে আসমানিকে প্রথমে পাশেই ওঝার কাছে নিয়ে যায়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে শিশুটিকে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আসমানিকে মৃত ঘোষণা করেন।

Related Articles

Leave a Reply

Back to top button