sliderস্থানীয়

লালপুর থেকে ৪টি আগ্নেয়াস্ত্র ও ১২২ রাউন্ড গুলিউদ্ধার

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুর থেকে একটি রাইফেল, একটি সটগান, দুটি বন্দুক ও ১২২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। গতরাত পৌণে তিনটায় উপজেলার বিলমারিয়া স্টেডিয়ামের সামনে চেক পোস্ট পরিচালনা করে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা একটি আরটিএ মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যেতে সক্ষম হয়। আজ দুপুরে এক প্রেস ব্রিফিফংয়ে নাটোরের পুলিশ সুপার সাইফুর রহমান এসব তথ্য জানান।

পুলিশ সুপার প্রেস ব্রিফিংয়ে বলেন, গতরাতে লালপুর থানার এসআই আব্দুল আলিম সঙ্গীয় ফোর্স নিয়ে বিলমমারিয়া স্টেডিয়ামের সামমনে চেক পোস্ট পরিচালনা কালে একটি মোটরসাইকেলকে দ্রুতগতিতে আসতে দেখে থামার সংকেত দেয়। এসময় একটি আরটিআর এ্যাপাচি মোটরসাইকেলে আসা ৩জন ব্যক্তি মোটরসাইকেল ফেলে রেখে দৌড় দেয়। এসময় পুলিশ পিছুনিলেও সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পুলিশ তল্লাশী চালিয়ে ফেলে যাওয়া মোটরসাইকেল থেকে দুইটি এক নালা বন্দুক, একটি .২২ বোর রাইফেল একটি ১২ বোর সটগান, ৯৭ রাউন্ড .২২ বোর বাইফেলের গুলি এবং ২ রাউন্ডড সটগানের গুলি উদ্ধার করে।
পুলিশসুপার জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button