sliderস্থানীয়

লালপুর আ.লীগের সম্মেলনে পুনরায় সভাপতি ঝুলফু, সাধারণ সম্পাদকে লুলু

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি—বার্ষিক সম্মেলন পুনরায় সভাপতি আফতাব হোসেন ঝুলফু ও সাধারণ স¤পাদক পদে নতুন মুখ রোকনুল ইসলাম লুলু নির্বাচিত হয়েছেন। আজ বুধবার
লালপুর ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ,এইচ এম খায়রুজ্জামান লিটন তাদের নাম ঘোষনা করেন।এছাড়া সহ—সভাপতি হিসেবে আ,স,ম মাহামুদুল হক মুকুল, সহ—সাধারণ স¤পাদক শামীম আহাম্মেদ সাগরের নাম ঘোষনা করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক স¤পাদক এস,এম কামাল হোসেন, কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক স¤পাদক ডা: রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী বরেন্দ্র প্রকল্পের চেয়ারম্যান আক্তার জাহান,সদস্য সৈয়দ আবুল আওয়াল শামীম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, জেলা আওয়ামীলীগের সাধারণ স¤পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, স্থানীয় সাবেক সংসদ সদস্য এ্যাড: আবুল কালাম আজাদ, স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য রতœা আহাম্মেদ, মহিলা সংরক্ষিত আসনে সাবেক সংসদ সদস্য শেফালী মমতাজ, যুবলীগ কেন্দ্রীয় কমিটির কার্য্য নির্বাহী সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার স¤পাদক আরিফুল ইসলাম উজ্জ্বল,ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাইফুল ইসলাম সেন্টু, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক স¤পাদক আতিকুল হক,পররাষ্ট্র বিষয়ক উপ কমিটির
সদস্য সিলভিয়া পারভিন লেনিন প্রমুখ।

Related Articles

Back to top button