নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুর থেকে ৩ ইমো হ্যাকারকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (৩১ মে) রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। র্যাব-৫-এর কো¤পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন উপজেলার মোহরকয়া গ্রামের মেহেদী হাসান ওরফে রনি (২৫),মোহরকয়া বাংলা পাড়ার মোঃ রবিউল ইসলাম (২২), নাকশষার আরিফুল ইসলাম (৩০) ।
তিনি আরোও জানান,আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরেই সংঘবদ্ধ হয়ে ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগব্যবহার করে ইমো একাউন্ট হ্যাক করে কণ্ঠ পরিবর্তন ও ন্যুড ছবি ব্যবহার করে গ্রাহদের জিম্মি করতো। পরে তাদের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিত।
রাতেই আটককৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে লালপুর থানায় হস্তান্তর করা হয় ।