
নাটোর প্রতিনিধি : আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। উপজেলার লালপুর-বাঘাসড়কের আট্রিকা নামক স্থানে দুই মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। আহতরা হলেন,উপজেলার বিদিরপুর গ্রামের বাসিন্দা সোনাতন (৩০),তার মেয়ে রুপা(২০) ও পিয়াঙ্কা (৬) সহ রাজশাহী হরিপুর এলাকার রোকন (৩৭) ও তার স্ত্রী তিথি(২৮)। স্থানীয়রা জানায়, আহতদের মাথার মগজ ও হাতে পায়ের হাড় সড়কের উপর ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশাঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। এবিষয়ে লালপুর থানার ওসি উজ্জল হোসেন বলেন, দূর্ঘটনায় কবলিত দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অভিযোগ পেলে সড়ক আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।