নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে আম বাগান থেকে নরেশ চন্দ্র সরকার (৪০) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ নভেম্বর) বেলা ২ টার দিকে উপজেলার চংধুপইল ইউনিয়নের সিরাজিপুর গ্রামে এঘটনা ঘটে। নরেশ একই গ্রামের নগেন্দ্রনাথ সরকারের ছেলে ও গোপালপুর বাজারের শ্রী দূর্গা জুয়েলার্সের সত্বাধিকারী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নরেশ মানসিক রোগে ভুগছিলেন। গতকাল সন্ধ্যার পর থেকে নরেশকে খুঁজে পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। বুধবার বেলা ১২ টার দিকে বাড়ির অদূরে আম বাগানের আম গাছে গলায় দড়ি দিয়ে নরেশের লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিক ভাবে নরেশ আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।