sliderস্থানীয়

লালপুরে রেললাইনে হাঁটার সময় ব্যস্ত ফেসবুকে, কাটা পড়ে যুবক নিহত

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার বিজ্ঞপুর এলাকায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন তার আরেক বন্ধু। আহত ওই যুবককে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল রবিবার (১৩ ফেব্র“য়ারি) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত যুবকের নাম রকি (২০)। সে ওই উপজেলার চংধুপল ইউনিয়নের ইসলামপুর গ্রামের রেজার ছেলে। আহত সাকিব একই গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার ইমদাদুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, রবিবার রাত ৮টার দিকে ওই দুই বন্ধু মোবাইল টিপতে টিপতে রেললাইন ধরে বাড়ি ফিরছিল।
এ সময় রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রকি ঘটনাস্থলেই মারা যায়। সাকিবকে হাত বিচ্ছিন্ন অবস্থায় স্থানীয় মুক্তার ক্লিনিকে পাঠানো হলে সেখান থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।
মুক্তার ক্লিনিকের মালিক মুক্তার হোসেন বলেন, সংকটাপন্ন হওয়ায় ওই যুবককে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button