sliderস্থানীয়

লালপুরে মায়ের উপর অভিমান করে কিশোরের আত্মহত্যা

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে মায়ের উপর অভিমান ও হতাশা গ্রস্ত হয়ে গলায় ফাঁস দিয়ে তানভীর ইসলাম শুভ (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছেন। সে গোপালপুর পৌরসভার মধুবাড়ি (ভাঙ্গাপাড়া) রব্বেল মন্ডলের ছেলে।

পারিবারিক ও থানা সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে (২২ আগষ্ট) তানভিরের মায়ের সাথে খাবার নিয়ে ঝগড়া করে নিজ ঘরে দরজা দিয়ে শুয়ে পড়ে। পরে তার মা রাত ২টার সময় খাবার নিয়ে ছেলের ঘরে গিয়ে টিনের দরজা দিয়ে দেখে ঘরের বাঁশের তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়েছে। পরে লোকজন ডেকে ঘরের দরজা ভেঙে তানভিরের লাশ উদ্ধার করে। এবং স্থানীয়রা পুলিশ কে খবর দেয় ।

এবিষয়ে গোপালপুর পৌরসভার কাউন্সিলর আবু সুফিয়ান বলেন, তার মায়ের উপর অভিমান ও তার বিরুদ্ধে মামলা থাকায় হতাশায় নিমজ্জিত হয়ে আত্মহত্যা করেছে।
এবিষয়ে লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন বলেন, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button