sliderস্থানীয়

লালপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে বনপাড়া-পাবনা সড়কে উপজেলার কদমচিলান ইউনিয়নের ক্লিকমোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পিকআপের চালক টাঙ্গাইল সদরের বিল গারিন্দা গ্রামের মো. রমজান আলীর ছেলে আপন মিয়া (২০) ও হেলপার বাশাইল পশ্চিমপাড়া গ্রামের হাজি মঞ্জুর ছেলে মোয়াজ্জেম হোসেন (৩০)।
বনপাড়া হাইওয়ে পুলিশ জানা যায়, আজ মঙ্গলবার সকালে নাটোর-পাবনা মহাসড়কের ক্লিকমোড়ে পঞ্চগড় থেকে বরিশালগামী গোল্ডেন লাইন বাস এবং পাবনা থেকে টাঙ্গাইলগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। পিকআপের চালক ও হেলপার হাতে-পায়ে আঘাতপ্রাপ্ত হন এবং রক্তাক্ত জখম অবস্থায় পিকআপের মধ্যে আটকে থাকেন ।
খবর পেয়ে বনপাড়া হাইওয়ে থানার পুলিশ ও বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়িতে আটকে থাকা দুজনকে উদ্ধার করেন। চালক আপন মিয়া বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান । হেলপার মোয়াজ্জেম হোসেনকে প্রথমে আমিনা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়।
বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button