নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে পেটের পীড়া সইতে না পেরে বটি দিয়ে নিজের দুই পায়ের রগ কেটে মিনা রানী(৩৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ১৫ নভেম্বর বুধবার সকালে উপজেলার হাসিমপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।নিহত ওই গৃহবধূ একই গ্রামের উজ্জ্বল কুমারের স্ত্রী।
জানা যায়,মিনা রাণী দীর্ঘ দিন ধরে পেটের পীড়ায় ভুগছিলেন। পেটের পিড়া সহতে না পেরে পরিবারের সদস্যদের অজান্তে সকালে তার নিজস্ব ঘরে বটি দিয়ে দুই পায়ের রগ কাটায় অতিরিক্ত রক্তক্ষরণ কারণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এবিষয়ে আড়বাব ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য লালন বলেন, মিনা রাণী দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন। তার দুই পায়ের রগ কাটায় অতিরিক্ত রক্তক্ষরণে কারণে তার মৃত্যু হয়েছে। এবিষয়ে লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন বলেন, মানসিক চাপে আÍহত্যা করতে পারে বলে প্রাথমিক ভাবে ধরণা করা হচ্ছে ।