নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে আবাসিক মেডিকেল নারী চিকিৎসককে ধর্ষণের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে হাসপাতালে পরিচালক একাব্বর হোসেন শান্তকে আটক করেছে পুলিশ। সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেটের সামনে অবস্থিত মানবকল্যাণ মডেল হাসপাতালের পরিচালক। আজ সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সহযোগিতায় লালপুর থানার পুলিশ নাটোর সদর এলাকা থেকে তাকে আটক করেন বলে জানা গেছে। ওই হাসপাতালের পরিচালক ও তার স্ত্রীসহ ৩ জনের বিরুদ্ধে ৮ অক্টোব ররবিবার সন্ধ্যার পর লালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নারী চিকিৎসক । জানাযায়,ওই নারীচিকিৎসক মানবকল্যাণ মডেল হাসপাতালে আবাসিক মেডিকেল চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। ওই হাসপাতালের পরিচালক একাব্বর হোসেন শান্ত কিছু অসামাজিক কাজের সাথে লিপ্ত বলে জানতে পাই নারী চিকিৎসক। সে ওই হাসপাতাল থেকে চাকরি অব্যহত দেওয়ার সিদ্ধান্ত নেন। পরে হাসপাতালের পরিচালক একাব্বর হোসেন শান্ত ওই নারীচিকিৎসক কে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে এবং প্রাণনাশের হুমকি দেয়। লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।