sliderস্থানীয়

লালপুরে ধর্ষণ চেষ্টা মামলায় দুই জনের সশ্রম কারাদন্ড

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরের একটি ধর্ষণ চেষ্টা মামলায় আঃ রহমান এবং হাসমত আলী নামের দুইজনকে ২৪ বছর করে সশ্রম কারাদন্ড এবং ৪০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম।

আজ ২৪ আগস্ট বৃহস্পতিবার দুপুরে পৃথক দুটি ধারায় ১৪ বছর করে সশ্রম কারাদন্ড এবং দশ বছর করে সশ্রম কারাদন্ডের আদেশ দেন। রায়ে উভয় পক্ষকে ৪০ হাজার টাকা করে জরিমানাও করা হয়।
মামলার সূত্রে জানাযায়, ২০০৭ সালে ১৬ নভেম্বর লালপুর উপজেলার সাদীপুর এলাকার মামলার বাদিনী তার বাড়ির পাশে মাঠে ছাগল চড়াতে যান। এ সময় একই এলাকার রহমান এবং হাসমত আসামী তাকে একা পেয়ে মুখ চেপে ধরে আখ ক্ষেতের ভিতরে নিয়ে যায়। সেখানে মুখে কাপড় ঢুকিয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এরমধ্যেই বাদিনী মুখের কাপড় সরিয়ে চিৎকার দিলে লোকজন ছুটে আসে তাকে উদ্ধার করতে। এ সময় দুই আসামি হাসমত এবং রহমান সেখান থেকে পালিয়ে যায়। এরপর বাদিনী ভিকটিম এলাকার ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ দিলে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন চেয়াররম্যান। কিন্তু আসামিরা তাতে সায়না দেয়ায় ভিকটিম পরবর্তীতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ দেন। দীর্ঘ ষোল বছর পর আদালত তাদের অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। জরিমানার এই টাকা ভিকটিম প্রাপ্ত হবেন। সেই সঙ্গে সাজা একটা শেষ হয়ে আরেকটা চলবে।

Related Articles

Leave a Reply

Back to top button