
নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে মাটি খেকো ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে রাহি(৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে সাড়ে ৫ টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভা এলাকার চকনাজিরপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। সে একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে। রাহি বাড়ী থেকে সাইকেল যোগে রায়পুর গ্রামে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা মাটিবহনকারী কুত্তার গাড়ীর ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে জানা গেছে। এঘটনায় স্থানীয়রা ঘাতক ট্রাক্টর ও চালককে আটক করে ওয়ালিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের দিয়েছে। লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।