নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে শক্রতা করে ৫ একর জমির ১৭শ পেয়ারা গাছের চারা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এবিষয়ে বুধবার সন্ধ্যায় উপজেলার মোহরকয়া পূর্বপাড়া গ্রামের আকিয়াব (২৬) ও বালিতিতা ইসলামপুর গ্রামের আবু রাসেল(২৮) নামের দুই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। পেয়ারা বাগানের মালিক একই উপজেলার মোহরকয়া পূর্বপাড়া গ্রামের সেন্টু তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বুধবার ভোর রাতে উপজেলার পদ্মার নদীর চর জাজিরা নামক স্থানে এই ঘটনা ঘটে। এবিষয়ে পেয়ারা বাগানের মালিক সেন্টু বলেন, পেয়ারা গাছের চারা কাটার আগে অভিযুক্ত ব্যক্তি আমার সাথে তর্ক বিতর্ক করেন ও প্রাণে মেরে ফেলা সহ বিভিন্ন রকম হুমকি দেয় এবং জমি ধ্বংস করে দেবো বলে অভিযুক্ত ব্যক্তি। এবিষয়ে লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান বলেন, গাছ কাটার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।