sliderস্থানীয়

লালপুরে গলায় ফাঁস দিয়ে দুইজনের আত্মহত্যা

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে গলায় ফাঁস দিয়ে এক নারীসহ দুইজন আত্মহত্যা করেছে। রবিবার (৮ অক্টোবর) ভোরে উপজেলার বৈদ্যনাথপুর ও হাফানিয়া গ্রামে এঘটনা ঘটে। তারা হলেন, উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের আসিফের স্ত্রী সুমাইয়া (২০) ও হাফানিয়া গ্রামের গীরেনচন্দ্রের ছেলে দুলাল কুমার প্রাং (৫৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত সুমাইয়া-আসিফ দ¤পতির মধ্যে মনমালিন্য চলে আসছে। এর জেরে রাতে কোন সময়ে ঘরে ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে ঝুলন্ত অবস্থায় থাকে ওড়না কেটে নিচে নামিয়ে লালপুর থানা পুলিশকে খবর দেয়। অপরদিকে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন দুলাল। রাত ২ টার দিকে নিজ ঘরের তীরের সাথে গলায় রশি পেঁচিয়ে আÍহত্যা করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন বলেন, এবিষয়ে লালপুর থানায় পৃথক অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button