নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে গলায় ফাঁস দিয়ে সৈকত আহাম্মেদ অভি(১৫) নামের এক তরুণ আÍহত্যা করেছে। বুধবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার বিরোপাড়া গ্রামে এঘটনা ঘটে বলে জানা গেছে। সে ওই গ্রামের মফিকুল ইসলামের ছেলে। অভি পরিবারের সদস্যদের অজান্তে নিজ ঘরের ফ্যানের রডের সাথে তার মায়ের ওড়না গলায় পেঁচিয়ে ফাঁস দেয় বলে জানা যায়। পরিবারের সদস্যরা অভিকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানা গেছে।