লালপুরে উপকারভোগীদের শেয়ারের চেক বিতরন

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে সামাজিক বনায়নে অংশগ্রহণকারী উপকারভোগীদের মাঝে গাছ বিক্রয়ের শেয়ারের
চেক বিতরন করা হয়েছে।মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা প্রসাশন ও বনবিভাগের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে ১৫ জন উপকারভোগীদের মাঝে শেয়ারের চেক বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাশীষ বসাক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক শামীম আহমেদ সাগর, যুগ্ম সাধারণ স¤পাদক আমিনুল ইসলাম জয়, লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান, উপজেলা বন কর্মকর্তা এ.বি.এম আব্দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক স¤পাদিকা আছিয়া জয়নুল বেনু প্রমুখ।
উল্লেখ্য ১৫ জন উপকারভোগীদের মাঝে জন প্রতি ৫২,৯৫৫/- টাকা শেয়ারের চেক প্রদান করা হয়েছে ।