sliderস্থানীয়

লালপুরে আতংক ছড়াতে গুলি বর্ষণ

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে পদ্মা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন প্রতিরোধ করতে গেলে স্থানীয়দের মাঝে
ভিতি ও আতংক ছড়াতে গুলি বর্ষণ করেছে দুবৃর্ত্তরা। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খালি খোসা উদ্ধার করেছেন বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার তিলোকপুর ও লক্ষীপুর নামক এলাকার পদ্মা নদীর চরে এই ঘটনা ঘটে।তবে এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা যায়। উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাশীষ বসাক সহ লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা বলেন,উপজেলার পদ্মা নদী এলাকার কোন জায়গায় অবৈধ ভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। কেউ অবৈধ ভাবে বালু উত্তোলনের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Back to top button