sliderস্থানীয়

লামা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

চান মিয়া, লামা প্রতিনিধি : লামা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ২০ ডিসেম্বর (সোমবার) দুপুর ২টায় লামা বাজারস্থ লামা আইনজীবী সমিতির কার্যালয়ে কার্যনিবার্হী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
লামা আইনজীবী সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন সিনিয়র অ্যাডভোকেট মুহাম্মদ জামসেদ উদ্দিন। তিনি বলেন, নতুন কার্যনিবার্হী কমিটি ২০ ডিসেম্বর ২০২১ইং হতে আগামী ২০ ডিসেম্বর ২০২২ইং পর্যন্ত ১ বছরের জন্য দায়িত্ব পালন করবে। লামা আইনজীবী সমিতির এবারের নির্বাচনে সকল ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে অ্যাডভোকেট নুরুল আবচার আজাদ সভাপতি ও অ্যাডভোকেট মামুন মিয়া সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়। ৫ সদস্য বিশিষ্ট কার্যনিবার্হী কমিটিতে সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সাদেকুল মাওলা, অর্থ সম্পাদক অ্যাডভোকেট জয়নাল আবেদীন (সম্রাট) ও নির্বাহী সদস্য অ্যাডভোকেট মোঃ শওকত ওসমান নির্বাচিত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button