sliderস্থানীয়

লামায় মোটর সাইকেল চুরির হিড়িক : আতংকে মালিকরা

জাহিদ হাসান,বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলায় মোটর সাইকেল চুরির হিড়িক পড়েছে। ঘরের ভিতরে রেখেও রক্ষা করা যাচ্ছেনা মোটর সাইকেল। অপ্রতিরোদ্ধ হয়ে পড়েছে চোর সিন্ডিকেট। বুধবার ২০ জুলাই ভোর রাতে পৌরসভা এলাকার সাবেক বিল ছড়ি গ্রামের বাসিন্দা মো. ইউসুফ আলীর ছেলে রাসেলের ব্যবহৃত বাজাজ কোম্পানীর ১১০ সি.সি ডিসকভার মোটর সাইকেলটি বসত ঘরের দরজা ভেঙ্গে নিয়ে যায় চোর সিন্ডিকেট। কয়েকদিন পর পর মোটর সাইকেল চুরির ঘটনায় মালিকদের মধ্যে আতংক বিরাজ করছে। গত কয়েক মাসে বেশ কয়েকটি মোটর সাইকেল চুরি হয়। স্থানীয়রা জানান, স্থানীয় একটি চিহিৃত সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে মোটর সাইকেল চুরি ও পাচারে লিপ্ত রয়েছে। তারা মোটর সাইকেল চুরি করে লামা-ফাঁসিয়াখালী-মানিকপুর সড়ক, লামা-সুয়ালক-আজিজনগর সড়ক পথে অন্যত্র পাচার করে দেয়। এতে করে এলাকায় মোটর সাইকেল চুরির ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন সুশিল সমাজ।

Related Articles

Leave a Reply

Back to top button