sliderস্থানীয়

লামায় তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের লামায় গজালিয়া ইউনিয়নে নিজ ঘরে ৯ বছর বয়সী তৃতীয় শ্রেণীর এক ছাত্রী ধর্ষিত হয়েছে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে ওই ছাত্রীর মা বাদি হয়ে সুজিন্ত তংচংগ্যা লামা থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার শিশু ছাত্রী লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের নিপউ পাড়া গ্রামের এক ব্যক্তির মেয়ে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। গত ২৫ আগস্ট ২০২৩ সকালে তার মা ০৯ বছরের কন্যা শিশুকে তার বাবার সাথে বাড়ীতে একা রেখে কোয়ান্টাম ফাউন্ডেশনের যান। তার একটু পরে বাবা মেয়ে কে একা ঘরে রেখে দোকানে গেলে সেই সুযোগে একই গ্রামের আমিষ চাকমার ছেলে জ্যােতিময় চাকমা শিশুকে ধর্ষণ করে। ধর্ষণ পরবর্তি কাউকে বলে দিলে স্কুলে যাওয়ার সময় মেরে ফেলবে বলে হুমকি দিয়ে চলে যান। আজ শিশু ছাত্রী অসুস্থ্য হয়ে পড়লে লামা হাসপাতালের নিয়ে এসে মেয়েটিকে ভর্তি করে তার পরিবার। পরবর্তীতে নার্স মেয়েটিকে জিজ্ঞাসা করলে ধর্ষণের বিষয়টি খুলে বলেন।

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম শেখ জানান, আজ রাতে থানায় ৯ বছরের শিশু ধর্ষণের একটি মামলা রেকর্ড হয়। এই ঘটনার তদন্তসহ আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Back to top button