sliderস্থানীয়

লামায় তামাকমুক্ত দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন

ইলিয়াছ সানি, বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের লামায় জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে দেশব্যাপী তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন, তামাক কোম্পানির বেপরোয়া উৎপাদন প্রতিহতকরন বিষয়ক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে এন. জেড. একতা মহিলা সমিতির সভাকক্ষে বাংলাদেশ তামাক বিরোধী জোট ও এন. জেড. একতা মহিলা সমিতি এর আয়োজনে সংবাদ সম্মেলনের মাধ্যমে সুপারিশ তুলে ধরেন এন জেট একতা মহিলা সমিতির প্রজেক্ট অফিসার তোফাজ্জল হোসেন।

তিনি সংবাদ সম্মেলনে বিদেশি দুটি তামাক কোম্পানির মাধ্যমে সারাদেশে তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন এবং আইন সংশোধনের প্রক্রিয়ায় তাদের প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়টি তুলে ধরে ৮টি সুপারিশ উল্লেখ করেন। সেগুলো হলো-দ্রুততম সময়ে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনী চূড়ান্ত করা, তামাক কোম্পানির প্রভাব থেকে নীতি সুরক্ষা এফসিটিসি এর অনুচ্ছেদ ৫.৩ অনুসারে কোড অব কন্ডাক্ট গ্রহন, জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি দ্রুত চূড়ান্ত এবং দেশব্যাপী যথাযথ কার্যক্রম গ্রহণ করা, টাস্কফোর্স কমিটিসমূহ সক্রিয় করা, কমিটির ত্রৈমাসিক সভা নিয়মিতকরণ সভার সিদ্ধান্তসমূহ যথাযথভাবে বাস্তবায়ন করা, আইন লঙ্ঘনের দায়ে তামাক কোম্পানি/প্রতিনিধিকে আর্থিক জরিমানার পাশাপাশি জেল প্রদান,আইন লঙ্ঘনকারী তামাক কোম্পানিগুলোর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা, তামাক নিয়ন্ত্রণ আইন মনিটরিং কার্যক্রমের সাথে বেসরকারী সংস্থাগুলোকে সম্পৃক্ত করা, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুসারে একটি শক্তিশালী তামাক কর নীতি প্রণয়ন বাস্তবায়ন করা।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল, এন. জেড. একতা মহিলা সমিতির সভাপতি আনোয়ারা বেগম, এন. জেড. একতা মহিলা সমিতির সাধারণ সম্পাদক খালেদা বেগমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button