মো: ইলিয়াছ সানি, লামা (বান্দরবান) প্রতিনিধি : কৃষক বাঁচলে, বাঁচবে দেশ শেখ হাসিনার বাংলাদেশ। কৃষকরত্ন নেত্রী শেখ হাসিনার নির্দেশে মাঠে গিয়ে কৃষকের ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ। আজ বৃহস্পতিবার লামা উপজেলা ছাত্রলীগ ও লামা পৌর ছাত্রলীগের উদ্যোগে উপজেলার বড় নুনারবিল পাড়া এলাকার কৃষক নুর মুহাম্মদ কাজী ৩.৬ বিঘা জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
লামা উপজেলা ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম সাদ্দাম ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনির নেতৃত্বে স্বেচ্ছায় ধানকাটা কর্মসূচি পালিত হয়।
এ কর্মসূচিতে অংশ নেন পৌর ছাত্রলীগের সভাপতি সুমন মাহামুদ, সাধারন সম্পাদক মোঃ হেলাল, মাতামুহুরী কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ, সাধারণ সম্পাদক মোঃ আরিফ সহ উপজেলা ছাত্রলীগর নেতৃবৃন্দ।
কৃষক নুর মুহাম্মদ কাজী বলেন, আমার জমির ধান পেকেছে। কিন্তু ধান কাটার কোনো শ্রমিক পাচ্ছি না। তাছাড়া শ্রমিকের খরচও বেশি। ছাত্রলীগ এই খবর পেয়ে আমার ধান কেটে দিয়েছে। এভাবে সাধারণ কৃষকের ধান কেটে দিলে অনেক কৃষক উপকৃত হবে।
লামা উপজেলা ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম সাদ্দাম বলেন, যেসব কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে পারছেন না, তারা আমাদের খবর দিলে আমরা ধান কেটে দিব। আজ থেকে এই কার্যক্রম শুরু করেছি। পুরো মৌসুমে আমরা এটা অব্যাহত রাখব।