sliderস্থানীয়

লামার আজিজনগরে মোটর সাইকেল ছিনতাই, গ্রেফতার ২

লামা প্রতিনিধি : লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে যাত্রী সেজে মোটর সাইকেল ছিনতাই ও ড্রাইভারকে হাত-পা বেঁধে মারধরের ঘটনা ঘটেছে৷ শনিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টায় আজিজনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড তেলুনিয়া ত্রিপুরা পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
মোটর সাইকেল ড্রাইভার ও মারধরের শিকার শামসুল ইসলাম (২৫) ২নং ওয়ার্ড তেলুনিয়া পাড়ার শাহ আলমের ছেলে।
এদিকে মোটর সাইকেল ছিনতাই করে পালানোর সময় স্থানীয়রা ফোন করলে দুই সন্ত্রাসী মিলন ত্রিপুরা ও ইলু ত্রিপুরাকে ছিয়ততলী বাজারে আটক করে। তারা এখন আজিজনগর পুলিশ ক্যাম্পের হেফাজতে আছে।

Related Articles

Leave a Reply

Back to top button