sliderস্থানীয়

লাবলু হত্যার খুনীদের ফাঁসির দাবীতে ঘিওরে ৭২ ঘন্টার আল্টিমেটিয়াম

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি: খুনীদের আটক করে ফাঁসির দাবিতে ৭২ ঘন্টার আল্টিমেটিয়াম দিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মানিকগঞ্জের ঘিওর উপজেলার আপামর জনসাধারণ। “আমার ভাই কবরে, খুনীরা
কেন বাহিরে” এই স্লোগানে স্লোগানে আজ ১৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ শেষে ঘিওর বাসস্ট্যান্ডে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। আসামীদেরকে ৭২ ঘন্টার মধ্যে আটক না করা হলে দফায় দফায় আন্দোলন ও প্রতিবাদ গড়ে তোলা হবে বলে আল্টিমেটাম দিয়েছে বিক্ষোভকারীরা।

গত ৯ ডিসেম্বর মানিকগঞ্জের কুয়েত প্রবাসী লাবলু আহমেদ নামের এক কুয়েত প্রবাসী যুবককে প্রকাশ্যে চাইনিজ কুড়াল, চাপাতি, রাম-দা দিয়ে ঘিওর উপজেলা হাসপাতাল চত্বরে কুপিয়ে হত্যা করে উপজেলা বটতলা এলাকার সংঘবদ্ধ একটি চক্র। এ বিষয়ে নিহত লাবলুর মেজ ভাই বাদী হয়ে ১৫/২০ জন অজ্ঞাতনামা আসামী সহ এই হত্যাকান্ডে ২০ জনকে আসামী করে ঘিওর থানায় একটি হত্যঅ মামলা দায়ের করেন। হত্যাকান্ড ঘটে যাওয়ার ৮ দিন অতিবাহিত হলেও প্রকৃত খুনী আসামীদেরকে এখানো আটক করতে পারেনি দাবিতে অতিসত্বর খুনী আসামীদেরকে আটক করে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানিয়ে বিক্ষোভে উত্তাল হয়ে উঠে ঘিওর এলাকার আপামর জনসাধারণ।

Related Articles

Leave a Reply

Back to top button