ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি: লাভলু হত্যার খুনীদের আটক করে আইনের আওতায় এনে ফাঁসির দাবিতে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় নাগরিক রক্ষা কমিটির উদ্যোগে আজ রবিবার (২২ ডিসেম্বর) ২য় দফায় মানববন্ধন করা হয়েছে। এরআগে গত ১৭ ডিসেম্বর বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছিল। অতিসত্বর প্রকৃত খুনী আসামীদেরকে আটক করা না হলে ৭২ ঘন্টার আল্টিমেটাম জানিয়ে দফায় দফায় আরো আন্দোলন ও প্রতিবাদ গড়ে তোলা হবে বলে জানানো হয়েছিল। সেই ধারাবাহিকতায় আহ্বায়ক নাগরিক রক্ষা কমিটির উদ্যোগে “আমার ভাই কবরে, খুনী কেন বাহিরে” এই স্লোগানকে সামনে রেখে ঘিওর বাজার ও প্রধান প্রধান সড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল শেষে ঘিওর বাসস্ট্যান্ডে এক সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়।
আহ্বায়ক নাগরিক রক্ষা কমিটির আল-মামুন ভূঁইয়ার সভাপতিত্বে মানববন্ধনে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোশাররফ হোসেন ও হাবিব ইব্রাহীম খান সাগর, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান সানি সহ আরো অনেকে। গত ২০২৪ সালের ৯ ডিসেম্বর প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ঘিওর উপজেলা ছাত্রদলেল সাবেক সাধারণ সম্পাদক ও কুস্তা গ্রামের কৃতি সন্তান ছুটিতে বাড়িতে বেড়াতে আসা কুয়েত প্রবাসী লাভলু আহম্মেদকে পরিকল্পিত ও নৃশংস ভাবে খুন করা হয়েছিল। এছাড়াও ঘিওর সদর ইউনিয়ন যুবদলের সভাপতি রাহাদউজ্জামান খান আলতাফ এবং ঘিওর ৩নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক হিমেল দর্জির উপর হামলা করা হয়। এ বিষয়ে নিহত লাভলু’র মেজ ভাই বাদী হয়ে ২০ জনকে আসামী করে আরো অজ্ঞাতনামা ১৫/২০ জনের বিরুদ্ধে ঘিওর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যা মামলায় তদন্তপ্রাপ্ত ১ জন এবং এজাহারনামীয় ৪ জন সহ মোট ৫ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।