sliderবিনোদনশিরোনাম

লাইফ সাপোর্টে মাসুম আজিজ

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা-নাট্যকার ও নির্দেশক মাসুম আজিজ লাইফ সাপোর্টে রয়েছেন। গুরুতর অসুস্থ অবস্থায় তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। হৃদরোগজনিত সমস্যার কারণে তাকে অক্টোবরের ৩ তারিখ হাসপাতালটির আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে আজ সকালে তাকে লাইফ সাপোর্টে দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার সহধর্মিনী সাবিহা জামান। তিনি মানবজমিনকে মুঠোফোনে বলেন, হৃদরোগে তিনি আগে থেকেই আক্রান্ত। তবে এবার অবস্থার অবনতি হলে আইসিইউতে ভর্তি করা হয়। আজ অবস্থার আরও অবনতি হয়েছে। তাই লাইফ সাপোর্টে দেয়া হয়েছে মাসুম আজিজকে। সবাই দোয়া করবেন যেন তিনি সুস্থ হয়ে উঠতে পারেন।
মাসুম আজিজ অভিনেতা ছাড়াও চিত্রনাট্যকার ও নাট্য নির্মাতা হিসেবে পরিচিত। মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রে অভিনয়ের জন্য তার খ্যাতি রয়েছে তার। দীর্ঘ কর্মজীবনে তিনি ৪০০-এর অধিক সংখ্যক নাটকে অভিনয় করেছেন। এছাড়া বেশকিছু চলচ্চিত্রেও অভিনয় করে প্রশংসা পেয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button