sliderখেলা

লর্ডসে দুর্দান্ত সেঞ্চুরি মিসবাহর

এই প্রথম ইংল্যান্ডে টেস্ট খেলছেন মিসবাহ উল হক। আর প্রথমবারই বাজিমাত করলেন দুর্দান্ত সেঞ্চুরি করে।
বৃহস্পতিবার স্বাগতিক দলের বিরুদ্ধে তার সেঞ্চুরির সুবাদেরই ভালো অবস্থায় রয়েছে পাকিস্তান। এই রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ২৬১ রান। মিসবাহর সাথে সঙ্গ দিচ্ছেন আসাদ শফিক। তিনি ৬২ রানে ক্রিজে রয়েছেন। ৫ম উইকেটে তারা ১২৭ রান যোগ করেছেন। দলীয় ১৩৪ রানে ইউনিস খান ৩৩ রান করে বিদায় নিলে তারা জুটি বাঁধেন। এটা তাদের মধ্যে তৃতীয় সেঞ্চুরি জুটি।
এটা ছিল মিসবাহর ১০ টেস্ট সেঞ্চুরি। ১৫৪ বলে তিনি এই শতক হাঁকান।
এই টেস্ট ম্যাচটি আমিরের টেস্ট নামে পরিচিতি পেয়ে গিয়েছিল। কিন্তু প্রথম দিনে সব আলো কেড়ে নিয়েছেন এই মিসবাহই। সাম্প্রতিক অতীতে কোন ম্যাচ শুরু হওয়ার আগে এত আলোচনার জন্ম দেয়ার নজির নেই।
দলের বিপর্যয়ের সময় ক্রিজে নেমে ৮১ বলে অর্ধশতক পূরণ করেছিলেন মিসবাহ। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ইংলিশ পেসারদের তোপের মুখে পড়ে পাক ব্যাটিং লাইন আপ। মধ্যাহ্ন বিরতির আগেই ৩ উইকেট হারায় তারা। মিডল অর্ডারের অভিজ্ঞ সেনানী ইউনিস খানের সাথে মিসবাহ বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেও সফল হননি। ইউনিস ফিরে যান ব্যক্তিগত ৩৩ রানে স্টুডার্ট ব্রডের বলে মইন আলিকে ক্যাচ দেন ইউনুস।
এর আগে শান মাসুদকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন ক্রিস ওকস। পরে ৪০ রান করা হাফিজকেও ফেরান তিনি। আর অভিষিক্ত জ্যাক বল ফিরিয়েছেন পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক আজহার আলীকে।

Related Articles

Leave a Reply

Back to top button