sliderবিবিধশিরোনাম

লম্বা চুলেই বিশ্ব রেকর্ড করল গুজরাতের ‘র‍্যাপুঞ্জেল’

৬ বছর বয়সে চুল কাটতে গিয়ে খুব খারাপ অভিজ্ঞতা হয় নীলাংশীর। চুলের কাটটা খুব খারাপ হয়েছিল। তাই সেই থেকেই চুল কাটা বন্ধ করে দেয় সে। এইভাবেই কেটে গিয়েছে ১০ বছর। চুল লম্বা হয়েছে ক্রমশ।
১০ বছর পর বিশ্ব রেকর্ড করল ১৬ বছররে সেই মেয়ে। গিনেস ওয়ার্ল্ডের খেতাব জয় করল নীলাংশী। গুজরাতের বাসিন্দা নীলাংশী প্যাটেল ষোড়শী কিশোরী হিসেবে বিশ্বে দীর্ঘতম চুলের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড জিতেছে।


নীলাংশীর চুলের দৈর্ঘ্য ৫ ফুট ৭ ইঞ্চি।

Related Articles

Leave a Reply

Back to top button