sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম

লন্ডন ব্রিজে ‘গোলাগুলি’, অস্ত্রধারী নিহত

যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে শুক্রবার গোলাগুলির ঘটনা ঘটেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছে। এ সময় পুলিশের গুলিতে এক অস্ত্রধারী নিহত হয়েছে বলে খবরে বলা হচ্ছে। তবে অস্ত্রধারী নিহত হয়েছে কিনা তা পুলিশ নিশ্চিত করেনি।
বিবিসি বলছে, লন্ডন ব্রিজে ছুরিকাঘাতের ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন বলে দেশটির পুলিশ জানিয়েছে।
বিবিসির জন ম্যাক মানুস বলেছেন, তিনি লন্ডন ব্রিজে কয়েক জনের ‘লড়াই’ হতে দেখেছেন। এরপর পুলিশ সেখানে পৌঁছলে গোলাগুলির ঘটনা ঘটেছে।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মিররের খবরে বলা হয়েছে, গোলাগুলির ঘটনার পর এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক ভীতি সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বর্ণনা দিয়ে খবরে বলা হয়েছে, হঠাৎ করে সেখানে গোলাগুলি শুরু হয়। অন্তত ১০ রাউন্ড গুলি ছোড়া হয়। এ সময় পুলিশের গুলিতে এক অস্ত্রধারী নিহত হন। তার হাতে চাকু ছিল।
আরেক ব্যক্তি বলেন, আমি লন্ডন ব্রিজ থেকে একটু দূরে ছিলাম। কিন্তু আমি গুলির শব্দ শুনতে পাই।
পুলিশ বলছে, তারা এক ব্যক্তি কে আটক করেছে। লন্ডন এ্যাম্বুলেন্স সার্ভিস এই ঘটনাকে ‘বড় ধরণের ঘটনা’ হিসেবে উল্লেখ করেছে। জিনাত উই হাসান নামে একজন সিএনএনকে বলেন, তিনি লন্ডন ব্রিজের কাছে এক ভবনে মিটিং য়ে ছিলেন। তখন তিনি ৫ টি বেশি গুলির শব্দ শুনেছেন।
তবে লন্ডন পুলিশ গোলাগুলি হয়েছে কিনা তা এখন পর্যন্ত নিশ্চিত করে নি।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, তিনি এই ঘটনার খোঁজ খবর নিচ্ছেন এবং দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য পুলিশকে ধন্যবাদ জানাতে চান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button