sliderউপমহাদেশশিরোনাম

লকডাউন: চাল না থাকায় গোখরো সাপ খেয়ে উদরপূর্তি

বাড়িতে চাল না থাকায় বিষধর গোখরো সাপ শিকার করে তা খেয়ে ফেলেছে একদল লোক।
ঘটনাটি ঘটে ভারতের অরুণাচল প্রদেশে। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়।
প্রতিবেদনে বলা হয়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ভারত জুড়ে লকডাউন চলছে। এখানে অনেকেই না খেয়ে আছে। তাই একরকম বাধ্য হয়ে অরুণাচল প্রদেশের ওই লোকেরা ১২ ফুটের বিষধর গোখরো সাপ শিকার করে তা খেয়ে ফেলে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ওই সাপটি ৩ ব্যক্তি নিজেদের কাঁধে জড়িয়ে রেখেছে।
এরপর সাপটিকে মেরে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে কলাপাতায় রাখেন তারা। এরপর আগুন জ্বালিয়ে রান্না করা হয় সাপকে। তারপর তাকে খেয়ে পেটের জ্বালা মেটান তারা।
এ সময় তাদের একজনকে বলতে শোনা যায়, করোনা মহামারীর কারণে জারি করা লকডাউনে তাদের ঘরে কোনো চাল নেই। তাই কিছু পেতে জঙ্গলে গিয়েছিলাম। সেখানে সাপটিকে পেলাম।
ওই শিকারের ঘটনা জানাজানি হওয়ার পর তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সুরক্ষা আইনের অধীনে একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন বনবিভাগের কর্মকর্তারা।
ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এ জাতীয় সাপ শিকার করলে তা জামিন অযোগ্য অপরাধ। মামলার পর থেকে তারা পালিয়ে আছেন।

Related Articles

Leave a Reply

Back to top button